স্টাফ রিপোর্টার, শামছুল আলম সেলিম : কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। শহর আমীর আ ম ম আব্দুল হকের সভাপতিত্বে উক্ত র্যালিতে প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক রমজান আলী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারি আজহারুল ইসলাম, বাইতুলমাল সেক্রেটারি মাও. মোশাররফ হোসেন লোকমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম সানাউল্লাহ, ক্বারী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা ইউনিট সদস্য মোসাদ্দেক ভুঁইয়া, আনোয়ার হোসাইন, আনোয়ারুল হক খাঁন, সদর শাখার নায়েবে আমীর নুর উদ্দিন, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, শহর শাখার নায়েবে আমীর মোঃ বদরুজ্জামান রুবেল, সেক্রেটারি আ ন ম নয়িম, সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাসুম, ছাত্রশিবির জেলা সভাপতি (উত্তর শাখা) শাহরিয়ার মাহমুদ শাকিল, জেলা সেক্রটারি মুজাহিদ বিল্লাহ সহ শহর ও সদর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার আমীর আবুল হোসেনের নেতৃত্বে ৫৪ তম মহান বিজয় দিবসের বিজয় র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, সাবেক আমীর ইসরাফিল সরকার, সাবেক সভাপতি মতিউর রহমান, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ূম, নিকলী উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মতিউর রহমান খোকন, সাবেক সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন রুবেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিকলী উপজেলা শাখার সম্মানিত সভাপতি বকুল ইসলাম, নিকলী উপজেলা ছাত্র শিবির সেক্রেটারি মো: হুসাইন আহমেদ, নিকলী উপজেলা শাখার মাজলিসুল মোফাসসিরিণ শাখার সভাপতি মাওলানা এনামুল হক উসমানী, নিকলী উপজেলা শাখার উলামা বিভাগের সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাহমানি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ নেতৃ বৃন্দ।
বাজিতপুরে জামায়াতের বর্ণাঢ্য বিজয় অনুষ্ঠিত :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। বাঁশ মহল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৈলাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা আমীর ডা. ইয়াকুত আলী, সাবেক আমীর আবু তাহের মাষ্টার, সেক্রেটারি ডাঃমোবারক উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা সভাপতি ডা. নুরুজ্জামান আশরাফ, কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির, পৌরসভা সভাপতি হাজী আব্দুল হক, হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, সরারচর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রাজন, পিরিজপুর ইউনিয়ন সভাপতি ডা. হাবিবুর রহমান, কৈলাগ ইউনিয়ন সভাপতি আজিজুর রহমান রতন, গাজিরচর ইউনিয়ন সভাপতি কাজী আব্দুল কাইয়ুম, হুমাইপুর ইউনিয়ন সভাপতি হাজী লিয়াকত আলী খান, দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, মাইজচর ইউনিয়ন সভাপতি হাজী আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা আব্দুল হাকিম, সাবেক সভাপতি জুবায়ের আহাম্মদ, সেক্রেটারী হিজবুল্লাহ স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।