স্টাফ রিপোর্টার : গত কয়েকদিন ধরে শীতে কাঁপছে কিশোরগঞ্জের প্রান্তিক মানুষ। অসহায় মানুষদের একটু উঞ্চতা দিতে জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সংগঠনটির কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে লতিবাবাদ ও রশিদাবাদ ইউনিয়নে অর্ধশত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এসব কম্বল বিতরণ করা হয়।
উপজেলা আমির মাওলানা কারী নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো: রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, বোরহান উদ্দিন সুমন, সাইফুল ইসলাম প্রমুখ।