এম এ আকবর খন্দকার : আগামী ৫ অক্টোবর কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ সম্পন্ন হতে যাচ্ছে। তারই ধারাবাহিতায় “কৃষক বাচাঁও দেশ বাঁচাও” এ ¯েøাগানে গতকাল বুধবার সকালে সম্মেলন উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সমবায় কমিউনিটি সেন্টারে জেলা কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর হাবিবুর রহমান মোল্লা। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আকবর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ন‚রে আলম ছিদ্দিকী হক, সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মোহাম্মদ আহসান হাবিব, নির্বাহী সদস্য আক্তারুজামান শিপন উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, জিয়া উদ্দিন সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, কায়সার আহমেদ লিংকন, মোঃ আসাদুজ্জামান আসাদ। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন হোসেনপুর কৃষক লীগের সভাপতি আক্তারুজ্জামান দুলাল, তাড়াইলের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, পাকুন্দিয়ার অ্যাডভোকেট আব্দুল আওয়াল, কটিয়াদী কৃষক লীগের আহব্বায়ক মোঃ সাইদুর রহমান, নিকলী কৃষক লীগের যুগ্ন-আহবায়ক শেখ মামুন, সদর কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, করিমগঞ্জের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, বাজিতপুরের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ইটনার সাধারণ সম্পাদক মোঃ বজলু মিয়া, ভৈরব কৃষক লীগ নেতা গাজী, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। বক্তারা স্ব-স্ব উপজেলা ও শহরের প্রতিটি ওয়ার্ডের সম্মেলন জুলাই মাসে সম্পন্ন করার প্রতিশ্রæতিবদ্ব হয়। অনুষ্ঠানে জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা, সদর, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।