স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো ‘বৃত্তি পরীক্ষা ২০২৪’ যা আয়োজিত হয় স্প্রিং এডুকেশনের সার্বিক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই-ইউনিটি অ্যালায়েন্স টি ইউ অ্যা-এর নেতৃত্বে। জেলার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী।
এই বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা, তাদের প্রতিভার বিকাশ ঘটানো এবং শিক্ষাজীবনে এগিয়ে যেতে আর্থিক সহায়তা প্রদান করা। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা যাচাই করা হয়, যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাই-ইউনিটি অ্যালায়েন্সের সেচ্ছাসেবকবৃন্দ, যারা শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং এই ধরনের আয়োজন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে তারা মত প্রকাশ করেন। পরীক্ষার ফলাফল আগামী ২৭ ডিসেম্বর ঘোষণা করা হবে এবং বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।
এছাড়া স্প্রিং এডুকেশনের পক্ষ থেকে জানা যায়, সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এই আয়োজনটি কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে বলে জানা যায়।
এই জাতীয় উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকমহল।