স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কর্ষাকড়িয়াইল ইউনিয়নের নবম শ্রেণির শিক্ষার্থী মনি আক্তার (১৬)’কে কুপিয়েছে দূর্বৃত্তরা। পারিবারিক কলহের জেরে সংঘবদ্ধ দূর্বৃত্তরা গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বসত ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার বড় ভাই সোহেল (১৮) তাকে রক্ষা করতে আসলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে আহত করে।
মনি আক্তার যশোদল কোনামাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাড়ি সদর উজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের সেহড়া গলাপাড়া গ্রামে। বাবার মৃত আঃ হাই।
জানা যায়, বাড়ির রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার চাচা আলাউদ্দিন (৫২), চাচাত ভাই জসিম (১৮), চাঁন মিয়া (৪০) ও তার ছেলে মুন্না (১৮) সহ আরো কয়েকজনের গুন্ডাবাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে।
হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তার মাথা ও বাম চোখের উপর গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিৎিসাধীন থাকায় পরদিন তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রæত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে সে হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। একজন স্কুল পড়–য়া শিক্ষার্থীর উপর এমন বর্বর হামলার ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তÍতি চলছে।
এদিকে স্থানীয় লোকজন জানান, হতদরিদ্র নিরীহ পরিবারের এতিম সন্তান একজন স্কুল শিক্ষার্থীর উপর দাঙ্গাবাজদের অন্যায় ভাবে হামলার ঘটনা খুবই দুঃখজনক। তারা হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নিকট।