স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্য গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসক ফৌজিয়া খানেরর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক পাগলা মসজিদের সম্মুখে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক যুব সংগঠনের সদস্য, আত্মকর্মী ও যুব প্রশিক্ষণার্থী উদ্যোগে পাগলা মসজিদ হতে গুরুদয়াল কলেজ পর্যন্ত নরসুন্দা নদীর কচুরীপানা পরিস্কার কাজের উদ্বোধন ও যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে বৃক্ষরোপন, পুকুরে পোনামাছ অবমুক্ত এবং আত্মকর্মীদের প্রদর্শিত স্টল পরিদর্শন করেন।
২য় পর্বে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব ভবনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ কামাল উদ্দীন।
অধিদপ্তরের উপপরিচালক জেড. এ সাহাদাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা, চেক, সনদপত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাজমুল করিম। কিশোরগঞ্জের সফল আতœকর্মী হিসেবে বক্তব্য রাখেন সোমা আক্তার।
বিকালে যুব ভবন মাঠে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ বনাম প্রশিক্ষণার্থীবৃন্দ মাঝে প্রীতি ভলিবল ম্যাচে অনুষ্টিত হয়। অনুষ্টান শেষে একই স্হানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।