স্টাফ রিপোর্টার, আবদুল কাদির : ‘তরুণদের সম্পর্ক করি, উন্নত নগর গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে রঙ- বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মো. মহসীন, গণপূর্ত বিভাগের এসডি মো. আশরাফুল ইসলাম, মাহবুবুল আলম শামীম ও রবিন কুমার দাস। বিশ্ব বসতি দিবসের বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক, আনোয়ারুল ইসলাম, শাহজাহান মিয়া, নাসির উদ্দিন, উজ্জ্বল মিয়া, জুয়েল মিয়া, আশরাফ আহমেদ, সোয়াইল ইসলাম, রেদুয়ান হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর পিএ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।