স্টাফ রিপোর্টার : ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জ জেলাতেও জাতীয় ভিটামিন‘ এ’ প্লাস ক্যাম্পেই- ০১ জুন ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে জেলা সিভিল সার্জনের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় ভিটামিন‘ এ’ প্লাস ক্যাম্পেই বাস্তবায়নে নেয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৬৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৯৩৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৫ লাখ ২১ হাজার ১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৯ হাজার ৮৭৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬১ হাজার ১৩৫ জন শিশু রয়েছে।
এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।