ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মিজানুর রহমান : বাংলাদেশি জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের অতিথি কমিউনিটি সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীন, সহ-সভাপতি ফয়জুল্লাহ আল মামুন, জীবন চন্দ্র দাস, হুমায়ুন কবির ভূঁইয়া, গোলাম মোস্তফা পারভেজ, মনিরুজ্জামান জামান,
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমুল হক রাসেল, রাজু আহমেদ রাজন, আলী মোস্তফা তাজবীর, নুরুল ইসলাম রুবেল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ শাহ আলম, পৌর যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ রাজন প্রমুখ।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। যুবদলের নেতাকর্মীদেরকে সামাজিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট থাকার জন্য আহ্বান করেন। জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।