স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : কিশোরগঞ্জে রেলওয়ের এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম কাউসার মিয়া (২৫)। গতকাল মঙ্গলবার বেলা পৌণে একটার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, সে একজন চিহ্নিত অনলাইন টিকিট কালোবাজারি। তার নিকট থেকে এগারসিন্দুর গোধূলি ট্রেনের সাতটি আসনের তিনটি টিকিট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশকে জানান, তিনি বিভিন্ন লোকের এনআইডি ব্যবহার করে অনলাইন হতে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের টিকিট সংগ্রহ করে এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত দামের দ্বিগুণ মূল্যে বিক্রয় করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত থানার ওসি মো. খোকন মিয়া জানান, টিকিট কালোবাজারি গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।