স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : কিশোরগঞ্জের পল্লীতে এক সংখ্যালঘুর বাড়িতে হামলা ও লুটের ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে (৪০) ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল র্যাব-৩ সিপিসি-৩ আগারগাঁও এর সহায়তায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকাল তিনটার দিকে সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০/১৫ জনের দুর্বৃত্তের দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের প্রয়াত জয়কৃষ্ণ বর্মণের বাড়িতে হামলা করে।
তারা বাড়িঘর ভাঙচুর করে প্রায় বিশ লাখ টাকার ক্ষতিসাধন এবং আলমারি ও শোকেস ভাঙচুর করে নগদ ১৫ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার লুট করে বাড়িটি দখল করে নেয়। পরে প্রাণভয়ে প্রয়াত জয়কৃষ্ণ বর্মণের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা অন্যত্র পালিয়ে যায়।
এ ব্যাপারে জয়কৃষ্ণ বর্মণের বিধবা স্ত্রী গীতা রানী বর্মণ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় সংখ্যালঘুসহ এলাকাবাসী জেলা শহরে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আটক ইদ্রিস মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।