প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জে মোটরসাইকেলে চড়ে মাদ্রাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে কিশোরগঞ্জ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আবু সাঈদ নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, গত বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে সতাল থেকে নগুয়া কিশোরগঞ্জ ক্যাডেট মাদরাসার উদ্যেশ্যে বের হন আবু সাঈদ।
পথিমধ্যে কিশোরগঞ্জ পৌরসভার সামনে পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়। নিহত হাফেজ আবু সাঈদ(৪২) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উত্তর আশতকা গ্রামের হাজী কেরামত আলীর ছেলে।