ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জ সদরে সাপের কামড়ে সেনাসদস্য আ. হাকিমের মাতা অনুফা (৪৬) মৃত্যুবরণ করেছে।
গত (৬ অক্টোবর) রবিবার দিবাগত গভীর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে সেনাসদস্য আ. হাকিমের মাতা খাটে শুয়ে ছিল।
এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। বিদ্যুতের আলো জালিয়ে সাপটিকে মশারির ভিতর দেখতে পায়। সাপের কামড়ে ব্যথা বাড়তে থাকলে প্রথমে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ও পরে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।