স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে সেবাইতদের সামাজিক মূল্যবোধ, গবাদিপশু পালন এবং কৃষি ও বনায়ন বিষয়ক ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ মে) বিকালে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)।
প্রশিক্ষণে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম সেবা (পিপিএম বার), হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাংবাদিক বিজয় রায় খোকা, প্রশিক্ষক স্বপন কুমার রায়সহ জেলার গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সমাপনী পর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধৃতব্রত সেন, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং)। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন জুনিয়র কনসালটেন্ট কানাই কুন্ডু। প্রশিক্ষণে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মন্দির সংশ্লিষ্ট ২৫ জন সেবাইত এতে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।