স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের ৪ নং আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হামিদুল ইসলাম এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর পুত্র। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার দামপাটুলী গ্রামের একটি ধানখেতের পাশের ডোবা থেকে পুলিশ এক অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পরে তার পরিচয় পাওয়া যায়।
মামলাটির তদন্তের সময় পুলিশ সন্দেহবশত নিহত মীনা বেগমের স্বামী নূরুল ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেটের নিকট সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিম‚লক জবানবন্দি প্রদান করেন।
তদন্তশেষে ২০১৫ সালের ৩ জুলাই পুলিশ নিহতের স্বামীকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি জীবন চন্দ্র রায় এবং আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট এ.বি.এম লুৎফর রাশিদ রানা।