স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : গতকাল বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা যায়, পূর্ববর্তী ২৪ ঘন্টায় সারা জেলায় নতুন করে ১৫ জন এডিসবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর পূর্ববর্তী ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছিল ১৭ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ জন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫০। তন্মধ্যে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৬ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৩ জন, তাড়াইল্ল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, গত জানুয়ারি থেকে এপর্যন্ত সারা জেলায় মোট ৫৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫০৩ জন। তবে উল্লেখিত সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়।