স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মহরউদ্দিন (৪০), কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া গ্রামে তার বাড়ি। জেলা পুলিশের মিডিয়া সেলসূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) ফারুক আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলা শহরের ওয়ালি নেওয়াজ খান কলেজ সংলগ্ন সড়কে একটি ভাঙ্গারি দোকানের সামনে থেকে মহরউদ্দিনকে আটক এবং তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।