ভ্রাম্যমাণ প্রতিনিধি : ৩ দফা দাবিতে সারা দেশের মতো কিশোরগঞ্জেও বিডিআর ও তাদের পরিবারবর্গ মানববন্ধন করেছে।
গতকাল রবিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে এই মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদ।
এ সময় কারানির্যাতিত চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যসহ তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিডিআর জওয়ানরা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের বিদ্রোহে ৫৭ সেনাসদস্য হত্যার ঘটনায় বন্দি নিরপরাধ বিডিআর জওয়ানদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল ও প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- সৈনিক নাজমুল, সুবেদার গৌরাঙ্গ সাহা, সৈনিক সেলিম, হাবিলদার আ. লতিফ, সৈনিক রেহান সিদ্দক, লেন্স নায়ক বিপ্লব পন্ডু, হাবিলদার রফিকুলসহ আরও অনেকে। মানববন্ধন শেষে তারা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেন।