স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৩৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল সকাল ১০টায় সতালস্থ চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ (দ্বি বার্ষিক) মেয়াদের নির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আহমেদ উল্লাহ, বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলা উদ্দিন নির্বাচিতদের নাম ঘোষণা করেন। ১৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদে- এ. কে. এম মজিবুর রহমান সভাপতি, শেখ ফরিদ আহম্মদ সিনিয়র সহ-সভাপতি, মোঃ শামসুল ইসলাম শামীম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে – আলহাজ¦ হাফেজ মোঃ খালেকুজ্জামান, ইকবাল আহমেদ চৌধুরী অপু, মোঃ বোরহান উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, মো. ওসমান গণি, লেলিন রায়হান শুভ্র শাহীন, বাবু শীতল কুমার সাহা, এ.কে.এম মিজানুর রহমান, মোঃ হারুন অর রশিদ, মোঃ মকবুল হোসেন বকুল, মোঃ জহিরুল ইসলাম (সেলিম), এ.কে.এম. আরিফুর রহমান, এনামুল হক এবং এ.এস.এম. মাহবুবুল ইসলাম মামুন নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৩৫তম বার্ষিক সাধারণ সভায় সাধারণ ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।