স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাশেদুল হক দিদারকে (২৫) আটক করেছে র্যাব। তাকে গতকাল মঙ্গলবার দুপুরে শোলাকিয়া নীলগঞ্জ রোডস্থ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।
গত ৯ সেপ্টেম্বর দায়েরকৃত এই মামলার বাদী হলেন মো. সুজন মিয়া। এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় ছাত্র-জনতার গণমিছিলে হামলা হলে বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হয়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, ধৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।