মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা লুৎফুল আরেফিন গোলাপ আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০১ Time View

স্টাফ রিপোর্টার ঃ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক লুৎফুল আরেফিন গোলাপ (৭১) গত শুক্রবার দিবাগত রাতে ঢাকাস্থ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর নিজ গ্রাম স্বল্পমারিয়ার বাগে মুসাফির জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম.এ. আফজল, দফতর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, পৌর মেয়র মাহমুদ পারভেজ ছাড়াও জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে বিকাল ৩টায় তাঁর মরদেহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনা হলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

জেলা আওয়ামী লীগের শোক
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক লুৎফুল আরেফিন গোলাপের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম.এ. আফজল গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সিনিয়ার নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

জেলা কৃষক লীগের শোক
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক লুৎফুল আরেফিন গোলাপের মৃত্যুতে জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকের শোক
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক লুৎফুল আরেফিন গোলাপের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty