স্টাফ রিপোর্টার ঃ কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র প্রশিক্ষক ও তবলার ওস্তাদ প্রমোদ চক্রবর্তী ওরফে নলু (৬৭) বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার ভোরে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ছেড়ে পরপারে চলে গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে শহরের বত্রিশ আমলিতলা শ্মশানঘাটে তাঁর লাশ দাহ করা হয়েছে। তবলার ওস্তাদ প্রমোদ চক্রবর্তী ওরফে নলুর মৃত্যুতে বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্ত অনুরাগী ও ছাত্র-ছাত্রীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে জেলার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।