বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা গতকাল বিকাল ৪টায় মহিলা পরিষদ কিশোরগঞ্জ কার্যালয়ে সাংগঠনিক পক্ষ-২০২৪ উদ্ধোধন করে। ‘বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী পুরুষের সমতা’র আহ্বান সামনে রেখে গতকাল শুক্রবার থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সাংগঠনিক পক্ষ পালন করা হবে।
কর্মীসভা করে পক্ষকালের কর্মসূচি ঘোষণা করা হয়। ১ম দিনে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন করা হয়।
পক্ষকালের কর্মসূচিতে তৃণমূল শাখায় কর্মীসভা, বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা, তরুণী সভা, সাংগঠনিক প্রশিক্ষণ, মেয়াদউত্তীর্ণ কমিটিতে সম্মেলন, তৃণমূল শাখা ও উপজেলা কমিটি সফর, দলিতদের সাথে মতবিনিময় সভা ও সৃজনশীল কর্মসূচি থাকবে।
প্রতিটা কর্মসূচীতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হবে। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এড. মায়া ভৌমিক। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক আতিয়া হোসেন পক্ষকালের কার্যক্রম সকলকে বুঝিয়ে দেন।
সভা সঞ্চাল করেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার। উপস্থিত ছিলেন, জেলা কমিটি ও বিভিন্ন তৃণমূল কমিটির প্রতিনিধিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।