স্টাফ রিপোর্টার : ‘বৈষম্যহীন সমাজ গঠনের প‚র্বশর্ত নারী-পুরুষের সমতা’ এই স্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ ২০২৪ এর কর্মস‚চির অংশ হিসাবে শিশুদের মাঝে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে জেলা মহিলা পরিষদ। গতকাল শুক্রবার বিকেলে জেলা মহিলা পরিষদ কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখর উদ্যোগে আবৃত্তি প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। পরে ২টি গ্রুপে মোট ১৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় মডারেটরের হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক। বিচারকের হিসেবে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত সহ-সাধারণ সম্পাদক অ্যাড. প্রতিভা শীল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার ও আবৃত্তিকার বাছিরুল আমিন। প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুপে ৩ জন করে ৬ জনকে পুরস্কৃত করা হয়। শিশুদের চমৎকার আবৃত্তি আমন্ত্রিত অতিথিসহ বিচারকদের মুগ্ধ করেছে।