কুলিয়ারচর প্রতিনিধি : গতকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুলিয়ারচর সদর বাজারে
অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অপরাধে ৩ জন ব্যবসায়ীকে নগদ ৭ হাজার টাকা অর্থদণ্ড ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়।
ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবুল কাসেমসহ কিশোরগঞ্জ জেলা আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা অব্যাহত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।