প্রতিনিধি কুলিয়ারচর : কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে অবস্থিত বাংলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা সৈয়দা নাছিমা আক্তার এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং অপপ্রচারের জন্য তার অপসারণের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের দাতা, সদস্যগণ, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল শনিবার সকাল দশটায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা নাছিমা আক্তারের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মোনায়েম খান ও মোঃ আইয়ুব খান, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু সায়েদ, সাবেক সহকারী শিক্ষিকা কুলসুম আক্তার, অফিস সহকারী ফেরদৌসী আক্তার, সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও বর্তমান সহকারী শিক্ষক মোঃ লিটন মিয়া, সাবেক অফিস সহায়ক মোঃ ফজলুর রহমান ও জমিদাতা মোঃ সুজন খান প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিদ্যালয়ের দাতা, সদস্যগণ, অভিভাবক ও এলাকাবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রধান শিক্ষিকা সৈয়দা নাছিমা আক্তারের দ্রæত অপসারণের দাবি জানান।