স্টাফ রিপোর্টার : গতকাল অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ নূরে আলম চশম প্রতীকে ১০ হাজার ১শ’ ৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান খান ধনু ৯ হাজার ১শ ৫৩ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লিপি আক্তার ফুটবল প্রতীকে ১২ হাজার ৬শ ৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রহিমা আক্তার কলস প্রতীকে ৩ হাজার ৫শ ৮১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হোসেন লিটনকে বেসরকারি ভাবে চেয়ারম্যান ঘোষণা করে।
কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৪ শ’ ১৯ জন। এর মধ্যে ৮২ হাজার ৬শ’ ৯৪ জন প‚রুষ ভোটার, ৭৯ হাজার ৭শ’ ২৪ জন মহিলা ও একজন হিজড়া ভোটার। কুলিয়ারচরে ১টি পৌরসভা, ৬টি ইউনিয়নে ৬২টি ভোট কেন্দ্রে, স্থায়ী ও অস্থায়ী ৪শ’ ২৯টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনী কেন্দ্রের তথ্য অনুযায়ী ভোট কাস্টিং হয়েছে ১২.২৩%।