স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) মোঃ নাঈমুজ্জামান নাঈম, : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় চলতি আমন মৌসুমে ইদুর ও পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার বড়খারচর পশ্চিমপাড়া বন্দে কৃষাণ-কৃষাণীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমনের রোপণ পরবর্তী সময়ে পরামর্শের পাশাপাশি আবহাওয়া প্রতিক‚ল হওয়ায় ইঁদুর ও পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। এতে কৃষকরা সচেতন হবেন এবং ফসল রক্ষায় কার্যকর ভ‚মিকা রাখবেন বলে জানান তিনি। তিনি বলেন, সার্বক্ষণিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপ-সহকারী কৃষি অফিসারদেরকে ছুটির দিনেও মাঠে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি অফিস স‚ত্রে জানা যায়, এ বছর কুলিয়ারচর উপজেলায় ৬ হাজার ৭ শত ২০ হেক্টর জমিতে আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা থাকলেও, চাষ কিছুটা কম হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ধান চাষ হয়েছে ৬ হাজার ৭ শত ১০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর কম।
বেশ কিছুদিন আবহাওয়া মেঘলা থাকায় এবং কয়েক দিনের টানা ভারী বর্ষণে ফসলের আবাদ ভালো হলেও মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়ানো পোকা আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে কৃষকদের আগাম সচেতন না করলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকেরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে, সঠিক পরিমাণে তাদের জমিতে প্রয়োগ করতে পারেন এ উদ্দেশ্যেই জনসচেতনতার লক্ষ্যে লিফলেটসম‚হ বিতরণ করা হচ্ছে।
ইঁদুর ও পোকামাকড় ঠেকাতে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ওবায়দুল হক, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ও পৌর বøক উপ-সহকারী কৃষি অফিসার অজয় চৌধুরী প্রমুখ।