প্রতিনিধি কুলিয়ারচর : কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম। গত (১৪ মে) মঙ্গলবার বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% থেকে প্রাপ্ত ১০ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের মধ্য থেকে চারটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও নির্মাণাধীন বাকী আরো দুইটির কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া ও ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ প্রমুখ।
ফরিদপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত ও উদ্বোধনকৃত উন্নয়ন মূলক প্রকল্পগুলোর মধ্যে ছিলো ১. ফরিদপুর ইউনিয়ন পরিষদের সকল বাথরুমের পানির লাইন পুনঃস্থাপন ও ইউনিয়ন পরিষদের সিড়ি ঘরের দরজা স্থাপন, ২. ইউনিয়ন পরিষদে এলজিইডি কক্ষের ফাইল সংগ্রহের জন্য স্টিলের আলমারী ক্রয়, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে ফাইল কেবিনেট ও পরিষদের জন্য একটি কাঠের তৈরী সেক্রেটারীয়েট টেবিল প্রকল্প,
৩. নলবাইদ চড়পাড়া গাবরু মিয়ার বাড়ীর সামনে ৩ ফুট প্রস্থ ও ৮ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণ প্রকল্প ও ৪. ইউনিয়ন পরিষদে এলজিইডি কক্ষে কম্পিউটার, প্রিন্টার ও ফার্নিচার সরবরাহ প্রকল্প।
এছাড়া নির্মাণকৃত ২টি প্রকল্পের মধ্যে রয়েছে ফরিদপুর গ্রামের জলাবদ্ধতা ও সেচের পানি নিষ্কাসনের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল আহমেদ এর বাড়ির সামনে ড্রেন নির্মাণ ও নাপিতেরচর শ্রী শ্রী জয় কালী মন্দির প্রকল্প।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ বলেন, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% থেকে ৬টি প্রকল্প বাবদ মোট ১২ লাখ টাকা অনুমোদন পান তিনি। এসব টাকা থেকে ট্যাক্স ও ভ্যাট বাবদ মোট ১ লাখ ২৬ হাজার টাকা বাদ দিয়ে ৬টি চেকের মাধ্যমে মোট ১০ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলিত টাকা দিয়ে ইতোমধ্যে চারটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাকি দুইটি প্রকল্পের কাজ জুন ক্লোজিং এর আগেই সমাপ্ত করা হবে। এসব কাজ করতে উত্তোলিত টাকার চেয়ে আরো বেশি টাকা খরচ করতে হচ্ছে বলে তিনি জানান।