প্রতিনিধি কুলিয়ারচর ঃ কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে গত (১৭ এপ্রিল) বুধবার “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরমান হোসাইন প্রমুখ।