কুলিয়ারচর প্রতিনিধি, মো. নাঈমুজ্জামান নাঈম :
কুলিয়ারচরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিনব্যাপী কুলিয়ারচর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সার্বিক পরিচালনায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি’র পিতার নামে প্রতিষ্ঠিত মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়া ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শুরুতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা ও ছাত্রদলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান (নাজিম)।
উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ইমরান খান এর পরিচালনায় দিনব্যাপী রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কার্যক্রমের সহযোগিতা করেন উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলসহ কুলিয়ারচর বাজারস্থ গ্রীণ লাইফ জেনারেল হাসপাতাল ও আল-রাজ্জাক ডিজিটাল হাসপাতাল।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা যুবদলের সদস্য-সচিব রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সদস্য-সচিব মোখলেছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. কামরুল ইসলাম মুছা, যুগ্ম-আহবায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ,
সদস্য-সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য-সচিব তরিকুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাঈমুজ্জামান শাওন, নূরুল জুনায়েদ, সজিব মাহমুদ, রুহুল আমিন, মো. শাহিদ হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাব্বির হাসান নাঈম, কুলিয়ারচর সরকারি কলেজ শাখার সদস্য-সচিব সাব্বির আহমেদ তুর্য, সদস্য সাকিব হাসান ও আরিয়ান নিরবসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী ও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।