কুলিয়ারচর প্রতিনিধি, মোঃ নাঈমুজ্জামান নাঈম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম সিআইপি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুলিয়ারচর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শুরুতে কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ শরীফুল আলম। পরে কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর উপজেলা ভূমি অফিস সংলগ্নে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান (নাজিম)।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, কুলিয়ারচর সরকারি কলেজ শাখার সদস্য সচিব সাব্বির আহমেদ তুর্যসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী।