স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) মোঃ নাঈমুজ্জামান নাঈম : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে কুলিয়ারচর উপজেলা পুরাতন কোর্ট ভবন প্রাঙ্গন যুব উন্নয়ন কার্যালয়ের পেছনে ঝোপঝাড় পরিস্কার করা হয়। পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন মোল্লা।
এসময় বক্তব্য রাখেন- চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক (সংগঠক) মোহাম্মদ মুছা, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুলিয়ারচর উপজেলা শাখার সমন্বয়ক ফয়সাল আহমেদ রাজিব, নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তার, নারী উদ্যোক্তা লুৎফা বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সাব্বির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুলিয়ারচর উপজেলা শাখার সমন্বয়ক ফয়সাল আহমেদ তুহিন, সাংবাদিক মুহাম্মদ আরিফুল হক, ক্যাশিয়ার মোঃ আমির হোসেন, অফিস সহকারী আব্দুল মজিদসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ, যুব উন্নয়নের বিভিন্ন সংগঠনের সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ ও সনদপত্র এবং সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ইমপ্যাক্ট ৩য় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ ও সনদপত্র বিতরণ করা হয়।