কুলিয়ারচর প্রতিনিধি, মো. নাঈমুজ্জামান নাঈম :
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কুলিয়ারচর উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মশিউর রহমান মহসিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, সেক্রেটারি আবদুল করীম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা ও রামদী ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. শহিদুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সোলায়মান, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, ৪১নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উসমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল কাজল, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, সাংবাদিক কাইসার হামিদ, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজিব, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ও ফাহিম আহমেদ, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, ব্র্যাক স্বাস্থ্য কর্মস‚চির এরিয়া ম্যানেজার সোলায়মান, কুলিয়ারচর-১ ব্রাঞ্চ আশা এর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ইসরাত জাহান প্রমুখ।
সভায় উপজেলায় সুন্দর ও জাকজমকভাবে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয় এবং উৎসব বাস্তবায়নে উপজেলা পর্যায়ে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ের সকল বিভাগকে এ কর্মসূচি পালনে সক্রিয় ভূমিকা রাখার আহŸান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ তারুণ্যের উৎসব বাস্তবায়নে সক্রিয় ভ‚মিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।