প্রতিনিধি, কুলিয়ারচর : দায়িত্ববোধ এবং আস্থা সৃষ্টির এক অনন্য নজির স্থাপন করেছেন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুবাইয়াৎ তাহসিন। গত সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান সেকশনে অপারেশনের মাধ্যমে তাঁর ২য় সন্তান প্রসব কার্যক্রম সম্পন্নের মাধ্যম্যে এ নজির স্থাপন করেন। দুজনেই সুস্থ আছেন বলে জানান তিনি। তাঁর ১ম সন্তানের বয়স ২ বছর ৮ মাস।
২০২২ সালের ২৮ ফেব্রæয়ারি ডা. রুবাইয়াৎ তাহসিন যখন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন তখন তিনি ছিলেন গর্ভবতী। তখন থেকেই তিনি প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি নিজেও সম্পূর্ণ গর্ভকালীন চিকিৎসা সেবা নিজ প্রতিষ্ঠান থেকেই গ্রহণ করেন। তিনি ৪২তম ব্যাচের বিসিএস কর্মকর্তা।
ডা. রুবাইয়াৎ তাহসিন বলেন, নিজের কর্মস্থল সরকারি হাসপাতালে সিজারিয়ান সেকশনে অপারেশনের মাধ্যমে ২য় সন্তান প্রসব করে আমি অনেক খুশি। জানা যায় সিজারিয়ান সেকশন অপারেশনটি পরিচালনা করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. ফাহমিদা আক্তার ও মেডিকেল অফিসার (গাইনি) ডা. জিন্নাত সুলতানা, এনেস্থিসিওলজিস্ট হিসেবে ডা. মফিজুল ইসলাম জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া)।
এর আগে প্রস‚তি মায়ের অবস্থার অবনতি হলে বা সিজারের প্রয়োজন হলে কিশোরগঞ্জ জেলা সদর ও ভৈরব সরকারি হাসপাতাল যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিনাম‚ল্যে সিজারিয়ান সেবা পাওয়া যাচ্ছে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার।
এছাড়াও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিজারিয়ান সেকশন অপারেশনসহ অন্যান্য (আল্ট্রাসোনোগ্রাফি, ECG, Xry, প্যাথোলজি) ইত্যাদি সেবা পাওয়া যায়।
প্রসঙ্গত দীর্ঘ ৫৬ বছর পর গত ফেব্রুয়রিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর সর্বাত্মক প্রচেষ্টায় কুলিয়ারচর সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম চালু হয়। যা সম্প‚র্ণ বিনাম‚ল্যে রোগীদের সেবা দিয়ে থাকেন।