প্রতিনিধি কুলিয়ারচর : কুলিয়ারচর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহত ছাত্রদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামদী ইউনিয়ন শাখার আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামদী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাহতাব উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার আমির অধ্যাপক রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা ইউনিট সদস্য ফয়েজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান ও আবু হানিফ।
আরো উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইদ্রিস আলি, উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মশিউর রহমান মহসিন।
আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত ছাত্রদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা ফয়েজ উদ্দিন।