মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৪ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩১ Time View

প্রতিনিধি কুলিয়ারচর ঃ “প্রাণিসম্পদে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ” এ ¯েøাগানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রাণিসম্পদ প্রদর্শণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম। গতকাল দিনব্যাপী কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় এ আকর্ষনীয় বৈচিত্রময় প্রাণিসম্পদ প্রদর্শণীর শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শরীফ। উক্ত অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের এলইইউ ডাঃ তারেক। দিনব্যাপী প্রদর্শণীতে উপজেলার মোট ৩৫টি ষ্টল নিয়ে খামারী ও প্রযুক্তি ব্যবসায়ী এবং সরবরাহকারীরা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। আরো বক্তব্য রাখেন উপজেলা পোল্ট্রি ফিড এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খান, উপজেলা দুগ্ধ খামার এসোসিয়েশনের সভাপতি শাহ নবী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ রফিক উদ্দিন, মোঃ নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক ফারজানা আক্তারসহ এলএসপি, এলএফএস ও স্টাফগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। প্রদর্শণীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল-ভেড়া, হাঁস-মুরগী, শৌখিন পাখি ও প্রাণী (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, খরগোশ, বিড়াল, টারকি, কোয়েল ও ঘোড়া প্রভৃতি), বিভিন্ন প্রাণী প্রযুক্তির ষ্টল, দুগ্ধজাত পণ্য (মিষ্টি দই ঘি ছানা ইত্যাদি), উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্য দিয়ে ষ্টল সাজিয়েছেন খামারীগণ। খামারীগণ।প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা। অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ প্রদর্শণী পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty