প্রতিনিধি কুলিয়ারচর : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সারাদেশের কর্মস‚চি অনুযায়ী কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত এর সভাপতিত্বে এ অবস্থান কর্মস‚চি অনুষ্ঠিত হয়।
উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম সিআইপি।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মস‚চি অনুযায়ী একটি বিক্ষোভ মিছিল কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।