স্টাফ রিপোর্টার, মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর থেকে : ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র্যালি ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা জাতীয় পতাকা ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম সমবায় পতাকা উত্তোলন করেন।
পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ মুছা মিয়া, কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মন্টু বিহারী ঘোষ, কুলিয়ারচর বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ফারজানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মো. সাব্বির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, কুলিয়ারচর প্রেসক্লাবের সদস্য মো. নাঈমুজ্জামান নাঈমসহ উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ।