প্রতিনিধি কুলিয়ারচর : কুলিয়ারচরে ৬০ জন নারী কর্মী পেলো ৭২ লাখ টাকার চেক ও সনদ। চেক প্রাপ্ত নারী কর্মীরা কেউ কেউ গরু-ছাগল কিনে লালন-পালন করবেন আবার কেউ কেউ ফসলের জমি বন্ধক নিবেন এবং ছোট খাটো দোকান নিয়ে বসবেন বলে অভিমত প্রকাশ করেন।
গতকাল দুপুর সাড়ে বারোটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মস‚চী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম। এতে সভাপতিত্ব করেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি এসআরএমজি কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. কবির হোসেন ও সার্ভেয়ার (এলজিইডি) মো. মোখলেছুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, হিসাবরক্ষক (এলজিইডি) মোঃ সোহরাওয়ার্দী। অনুষ্ঠান শেষে উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন নারী কর্মীর মাঝে প্রায় ৭২ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।