স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, মো. নাঈমুজ্জামান নাঈম : দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বাংলাদেশের সকল পৌরসভাসমূহের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে এবং পৌরসভাসমূহে প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তার জন্য উপজেলার ৬ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উক্ত কর্মকর্তাগণ স্থানীয় সরকার (সংশোধিত পৌরসভা) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৪২ক(৩) অনুযায়ী কাউন্সিলরের দায়িত্ব পালন এবং ক্ষমতা প্রয়োগ করবেন।
এমতাবস্থায় কুলিয়ারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা বর্তমান পৌর কমিটি ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনাপ‚র্বক পৌরসভার ৯টি ওয়ার্ডের দায়িত্ব বন্টন করেছেন।
কুলিয়ারচর পৌরসভার মেয়র ও ৯টি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হচ্ছেন- ৩নং ওয়ার্ড- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কার্যালয়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর। ৪নং ওয়ার্ড-থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন। কার্যালয় : কুলিয়ারচর থানা। ৫ ও ৬নং ওয়ার্ড- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর।
৭ ও ৮নং ওয়ার্ড- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ২নং ওয়ার্ড- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর। ১ ও ৯নং ওয়ার্ড- উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা। কার্যালয়: উপজেলা পরিষদ, কুলিয়ারচর।
উপরোক্ত কর্মকর্তাগণ দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডসমূহে সকল উন্নয়নমূলক কর্মকান্ড তদারকিসহ কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন। কুলিয়ারচর পৌরসভা থেকে যেকোন সনদপত্র পেতে উপরোল্লিখিত সংশ্লিষ্ট কর্মকর্তার সুপারিশ গ্রহণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের যেকোন সেবা সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।