এফএনএস : এক দলের সামনে টানা তৃতীয় শিরোপার হাতছানি। আরেক দল অপরাজিত ২৮ ম্যাচ ধরে। দুই দেশের ফাইনাল টিকেটের মূল্য তাই আকাশচুম্বী। দর্শকদের গুনতে হবে ২ হাজার ডলারের বেশি। যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে জানা গেছে, বিভিন্ন টিকেট সার্ভিসিং প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ২ হাজার ১৩৭ ডলারে বিক্রি হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকেট।
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিফা বিশ্বকাপের পর আরেকটি ট্রফি ছোঁয়ার অপেক্ষায় লিওনেল মেসি। অবসর সম্পর্কে কোনো ঘোষণা না দিলেও, ফাইনালের আগে এসব ম্যাচকে ‘শেষের লড়াই’ বলে দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। এছাড়া প্রায় দুই বছর ও ২৮ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া। তাই দর্শকদের মাঝে টিকেটের চাহিদা প্রচুর। ফলে বিভিন্ন রিসেলার প্রতিষ্ঠানগুলোতে বেড়ে গিয়েছে টিকেটের মূল্য।
টিকেটআইকিউ, সিটগিক, টিকপিকের মতো ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে এই খবর জানাচ্ছে ফোর্বস। দা অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে ২০০ ডলারে পাওয়া গেছে টিকেট। ফাইনালের টিকেটের মূল্য বেড়ে গেছে প্রায় ১০ গুণ। বৃদ্ধি পাওয়ার পর ফাইনালের টিকেটের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ২৪ ডলার। এই ম্যাচের সবচেয়ে দামি টিকেটের মূল্য ঠেকেছে ৬৬ হাজার ৭৬৫ ডলারে।
উয়েফার ওয়েবসাইট অনুযায়ী, একই সময়ে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকেটের সর্বনিম্ন মূল্য মাত্র ৯৫ ইউরো (প্রায় ১০৩ ডলার) আর সর্বোচ্চ মূল্য ২ হাজার ইউরো (২ হাজার ১৭৭ ডলার)। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল ৬টায় শুরু হবে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগের রাত ১টায় লড়বে স্পেন ও ইংল্যান্ড।