প্রতিনিধি ভৈরব : দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ ভৈরব থানায় বৈদ্যুতিক পাখা প্রদান করেছে ব্যবসায়ীর সংগঠন। গতকাল দুপুরে কয়লা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে ২৫টি বৈদ্যুতিক পাখা ভৈরব থানার ওসি মোঃ সফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ভৈরব চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ।
এ সময় সংগঠনের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২২ আগস্ট ভৈরব চেম্বার অব কমার্সের পক্ষ থেকে থানার অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য থানার অফিসার ইনচার্জের হাতে নতুন ৩০টি চেয়ার ১০টি টেবিল প্রদান করা হয় ।
উল্লেখ্য শেখ হাসিনার পতনের পর গত ৫ ও ৬ আগস্ট দুর্বৃত্তরা ভৈরব থানায় হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে অস্ত্র ও মালামাল লুট করে নিয়ে যায়।