মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন

খান ইউনিসে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৪ Time View

এফএনএস : ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার খান ইউনিস এলাকা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার মরদেহগুলো উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। আইডিএফের বিবৃতি অনুসারে, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, ইয়াগেভ বুকশটাব, আলেকজান্ডার ড্যানসিগ, আভ্রাহাম মুনডার, ইয়োরাম মেটজগার, হাইম পেরি এবং ব্রিটিশ-ইসরায়েলি নাদাভ পপলওয়ে।

ইসরায়েল এর আগে পাঁচজনের মৃত্যুর ঘোষণা দিলেও আভ্রাহাম মুনডারকে তখনও জীবিত বলে ধারণা করা হয়েছিল। আইডিএফ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের সমন্বয়ে উদ্ধার অভিযানটি পরিচালিত হয়। জিম্মিদের পরিবারের একটি সংগঠনের মতে, ৭ অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েলে আক্রমণের সময় এই ছয়জনকে জীবিত অবস্থায় অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।

তাদের মরদেহ উদ্ধারের মাধ্যমে পরিবারগুলো একটি প্রয়োজনীয় সমাপ্তি পেয়েছে বলে ফোরামটি জানিয়েছে। এ ছাড়া গাজায় আটক বাকি ১০৯ জন জিম্মিকে ফিরিয়ে আনা শুধু একটি আলোচনার মাধ্যমে সম্ভব বলে উল্লেখ করেছে তারা। গোষ্ঠীটি ইসরায়েলি সরকারকে আলোচনায় থাকা চুক্তিটি চ‚ড়ান্ত করার জন্য সব প্রচেষ্টা চালানোর আহŸান জানিয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা চলছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এবং একটি চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সোমবার বিøঙ্কেন জানান, তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি একটি মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছেন। মরদেহ উদ্ধারের প্রতিক্রিয়ায়, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ গতকাল মঙ্গলবার বলেছেন, আমরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এর আগে দাবি করেছিল, কয়েক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে নাদাভ পপলওয়েলের মৃত্যু হয়েছে।

সোমবার আইডিএফ জানায়, তারা খান ইউনিস এবং দেইর আল-বালাহ শহরের উপকণ্ঠে অভিযান বিস্তৃত করেছে। একই দিন, গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, খান ইউনিসের পশ্চিমে একটি ইন্টারনেট বিতরণকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন।

এছাড়া, এএফপি বার্তা সংস্থাকে একজন চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, আবাসিক এলাকায় তিনজন নিহত হয়েছেন। ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের দক্ষিণ ইসরায়েলে এক নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছে দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty