প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে পর্নোগ্রাফি মামলায় মো. মিজানুর রহমান’কে (৪৭) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তিনি কুমিল্লা সদর থানার ঢুলিপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।
শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কিশোরগঞ্জ-হোসেনপুর মহাসড়কে মকবুল মিয়ার বাড়ির পাশ থেকে তাকে হত্যা চেষ্টার সময় উদ্ধার করে স্থানীয় লোকজন। এ সময় হত্যা চেষ্টায় জড়িত ৩ জনকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে ভিকটিম মিজানুর রহমান সহ চারজনকে পুলিশ সোপর্দ করে স্থানীয়রা।
মামলার তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানার এসআই হাসমত আলী জানান, মামলার বাদী ও বিবাদী ঢাকায় একটি ভাড়া বাসায় থাকার সুবাধে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিবাদীর সাথে প্রেম ভালোবাসা শারিরীক সম্পর্ক স্থাপনের অন্তরঙ্গ ভিডিও ও ছবি বাদীর অজান্তে বিবাদী তার মোবাইল ফোনে গোপনে ধারণ করে রাখে।
বাদী, বিবাদীর কথা না শুনলে তার নিকট থাকা বাদীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি দেখিয়ে বাদীকে ভীতি ও বিবাহ করার হুমকি প্রদান করে মিলিত হতো। বাদী তার সম্মানের ভয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দিতে বাধ্য হন। মামলার তদন্ত কর্মকর্তা আরও জানান, বিবাদীর মোবাইলে ধারণকৃত অন্তরঙ্গ ভিডিও ও ছবি জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
তবে এলাকাবাসী জানান, স্ত্রীর পরকিয়া প্রেমের সম্পর্ক স্বামী জানতে পেরে কৌশলে বিবাদী মিজানুর রহমানকে গত শনিবার রাতে স্ত্রীর মাধ্যমে ডেকে এনে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যায়। পরকিয়ার দায়ে মিজানুরকে হত্যা চেষ্টার সময় ডাক চিৎকারে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে।
পুলিশ এসে মিজানুরকে উদ্ধার করে হত্যা চেষ্টায় জড়িত বাদীর স্বামী সাইদুল ইসলাম (২৮), দেবর ইমন ইসলাম ও তার বড় বোন জামাই মো. মাসুম বিল্লাহ’কে (৪০) গ্রেপ্তার করে গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।