গফরগাঁও প্রতিনিধি, ফজলুর রহমান : ময়মনসিংহের গফরগাঁওয়ে গত রোববার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত টাংগাব মধ্যপাড়া ধরে শেখের বাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এ্যাডঃ আল ফাত্তাহ্ খান।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বি- বাড়িয়ার মাওলানা মুফতি শহিদুল্লাহ্ রহমানি ও প্রধান বক্তা ছিলেন ঢাকার মাওলানা মুফতি রাকিবুল ইসলাম আইয়ুবী। বিশেষ বক্তা ছিলেন গফরগাঁওয়ের মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান ও পাকুন্দিয়ার মাওলানা মুফতি কামরুল ইসলাম হামিদী।
এছাড়াও সম্মেলনে ওয়াজ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম উলামাগণ।