প্রতিনিধি গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ে ২০২৪ সালের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ এমদাদুল হক। তিনি উপজেলার বীরখারুায়া মাহমুদাবাদ বালিকা দাখিল মাদ্রাসার সুপার। ১৯৯০ সালে মাদ্রাসার সুপার হিসেবে যোগদান করেন তিনি। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। মোঃ এমদাদুল হক বলেন, এ কৃতিত্বের পেছনে মাদরাসার ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের যথেষ্ট অবদান রয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ।