মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

গফরগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

প্রতিনিধি গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনাম‚ল্যে আমন বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১১টায় গফরগাঁও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন বাদল।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এস এম মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা, অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির, কৃষি স¤প্রসারণ অফিসার জামিউল ইসলাম, কৃষি স¤প্রসারণ অফিসার মঞ্জু রানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসাদুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লবসহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

উপজেলা কৃষি কার্যালয় স‚ত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের খরিপ ২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মস‚চির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষকের মাঝে বিনাম‚ল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতি কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি ডিএপি সার।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty