গফরগাঁও, প্রতিনিধি : ‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৬ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন।
উপজেলা পরিষদ হলরুমে সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক, সহকারী শিক্ষা অফিসার সায়মা আক্তার, উপজেলা রিসোট সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, সহকারী শিক্ষক রেজাউর রহমান, মাহফুজা খানম, আতাউর রহমান দিদার প্রমুখ ।
এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।