গফরগাঁও প্রতিনিধি, ফজলুর রহমান :
বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ গফরগাঁও উপজেলার আয়োজনে উলামা-মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে জামতলা মোড়ে (লঞ্চঘাট) দলীয় কার্যালয়ে উলামা-মাশায়েখদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওঃ সুলতান আহমাদ জুনাইদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা উলামা বিভাগের সভাপতি মাওঃ বদরুল আলম, সদস্য মাওঃ মাহফূজুর রহমান পাঠান, গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল ও পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা মোঃ এমদাদুল হক প্রমুখ।